
প্রজ্ঞাপনে বলা হয়েছে– সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী বিসিএস তথ্য-সাধারণ ক্যাডারের কর্মকর্তা মো. নিজামুল কবীরকে তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য অফিসার (পিআইও) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তার যোগদানের তারিখ হতে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত তিনি এই পদে দায়িত্বরত থাকবেন। এই নিয়োগের জন্য তাকে তার অবসর-উত্তর ছুটি (পিআরএল) এবং এ সংক্রান্ত সুবিধাদি স্থগিত করে এই আদেশ দেয়া হয়। চুক্তি চলাকালীন তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক বজায় রাখতে পারবেন না। এই নিয়োগের অন্যান্য শর্তাবলী সম্পাদিত চুক্তিনামা দ্বারা নির্ধারিত হবে।
উল্লেখ্য, নিজামুল কবীর এর আগেও তথ্য অধিদপ্তরে একই দায়িত্ব পালন করেছেন। নতুন এই নিয়োগের মাধ্যমে তিনি তথ্য ক্যাডারের শীর্ষ পদে দায়িত্ব পালন করবেন।