
রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে বিএনপি সাবেক চেয়ারপার্নস সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারি বৃহস্পতিবার ২০২৬ ইং বিকাল ৩ টায় বড়ইয়া ইউনিয়নের বড়ইয়া গ্রামের প্রখ্যাত ডাক্তার বাড়িতে ঝালকাঠি -১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোঃ রফিকুল ইসলাম জামাল এর নিজ বাড়িতে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হাসান এর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি -১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ রফিকুল ইসলাম জামাল।
এ ছাড়াও আলোচনা রাখেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ হক নান্টু, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, ঝালকাঠি জেলা বিএনপির নেতা ও জেলা জজ কোর্টের পিপি অ্যাড মোঃ মাহেব হোসেন প্রমুখ,ও আহসান হাবীব সোহাগ, জিয়া মঞ্চের আহ্বায়ক জাহাঙ্গীর আলম জুয়েল এছাড়াও উপস্থিত ছিলেন জেলা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম জামাল এর সহধর্মীনী মিসেস ফারহানা জামাল।