1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুর নতুন বাসষ্ট্যান্ড থেকে ডাম ট্রাক রাতে অন্ধকারে চুরি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য পদ পেলেন রাজাপুরের সন্তান শহিদুল ইসলাম বগুড়ায় যৌথ বাহিনীর ‘ক্র্যাকডাউন’: ইয়াবা–হেরোইনসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, তিনজন দণ্ডিত আলোর পথিক ফাউন্ডেশনের সৌজন্যে ও বেগম রোকেয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে রোকেয়া মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হাদির হত্যাকারী দেশের বাইরে চলে যাওয়ার তথ্য নেই: পুলিশ নওগাঁসহ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহ খেটে খাওয়া মানুষের চরম দুর্ভোগ, বেড়েছে শীতের তীব্রতা ডিএনসির অভিযানে চোলাইমদ ও ওয়াশ উদ্ধার, যুবক আটক চুয়াডাঙ্গা জেলায় মাথাভাঙ্গা নদীর চিত্র

জুমার নামাজের রাকাত ছুটে গেলে করণীয়

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

 ধর্ম ডেস্ক:

আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন কেবল তাঁর ইবাদতের জন্য। আর ইবাদতের সর্বোত্তম রূপ হলো নামাজ। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—

“নামাজ হলো দ্বীনের স্তম্ভ।”
অর্থাৎ, নামাজ ছাড়া ইসলামী জীবনের ভিত্তি অটুট থাকে না।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন—
“সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম কর এবং ফজরের নামাজও কায়েম কর; নিশ্চয়ই ফজরের নামাজে উপস্থিতি ঘটে।”
(সুরা বনি ইসরাঈল: আয়াত ৭৮)

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ শুধু ইবাদতের মাধ্যম নয়— এটি মুসলমানদের মাঝে ভালোবাসা, একতা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। ধনী-গরিব, সমাজের উচ্চ-নিম্ন বিভাজন দূর হয়ে যায়, সমাজে প্রতিষ্ঠিত হয় ন্যায় ও সমতা।

জুমার নামাজের মর্যাদা ও ফজিলত

সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ নামাজ হলো জুমা। রাসুলুল্লাহ (সা.) জুমার দিন আগেভাগে মসজিদে যাওয়ার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন—

“যে ব্যক্তি জুমার দিনে গোসল করে প্রথম প্রহরে মসজিদে যায়, সে যেন একটি উট কোরবানি করল; দ্বিতীয় প্রহরে গেলে গরুর কোরবানির সওয়াব, তৃতীয় প্রহরে গেলে ভেড়া, চতুর্থ প্রহরে গেলে মুরগি, আর পঞ্চম প্রহরে গেলে ডিম কোরবানির সওয়াব পাবে। এরপর যখন ইমাম মিম্বারে ওঠেন, ফেরেশতারা আমলনামা লেখা বন্ধ করে খুতবা শোনেন।”
(সহিহ বোখারি: হাদিস ৮৮১)

এ থেকেই বোঝা যায়, জুমার নামাজ কেবল ইবাদত নয়— এটি সওয়াব অর্জনের এক মহামূল্যবান সুযোগ।

পরপর তিন জুমা মিস করলে ভয়াবহ পরিণতি

ফজিলতের পাশাপাশি জুমার নামাজে রয়েছে কঠিন সতর্কবার্তাও। হাদিসে নবীজি (সা.) বলেন—
“যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পরপর তিন জুমা পরিত্যাগ করে, আল্লাহ তায়ালা তার অন্তরে মোহর এঁটে দেন।”
(তিরমিজি: হাদিস ৫০০)

অর্থাৎ, এমন ব্যক্তি ধীরে ধীরে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে পড়ে এবং আত্মশুদ্ধির সুযোগ থেকেও বঞ্চিত হয়। ইসলামী শিক্ষায় এটিকে আত্মিক মৃত্যুর সমতুল্য বলা হয়।

জুমার নামাজের রাকাত ছুটে গেলে করণীয়

১️. যদি কেউ জুমার নামাজের এক রাকাত পায়, তাহলে ইমাম সালাম ফেরানোর পর উঠে আরেক রাকাত আদায় করলে নামাজ সম্পূর্ণ হবে।
২️. কেউ যদি দ্বিতীয় রাকাতের রুকুর আগে এসে পৌঁছে যায়, সেও জুমার নামাজের অন্তর্ভুক্ত হবে।
৩️. তবে যদি দ্বিতীয় রাকাতের রুকু শেষ হওয়ার পর আসে, তাহলে জুমা আদায় হবে না— তাকে জোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে।

(ফাতাওয়া ইসলামিয়্যাহ, সৌদি উলামা কমিটি: খণ্ড ১, পৃষ্ঠা ৪১৮-৪২১)

হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেছেন—
“যে ব্যক্তি জুমার এক রাকাত পায়, সে যেন আরেক রাকাত পড়ে নেয়; কিন্তু যে রুকু না পায়, সে যেন জোহরের চার রাকাত পড়ে নেয়।”
(ইবনে আবি শাইবা: ৬২১)

জুমার নামাজ মুসলিম ঐক্য, সমাজের সমতা ও আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য মাধ্যম। তাই প্রতিটি মুসলমানের উচিত সময়মতো গোসল করে, পরিচ্ছন্ন পোশাকে, মনোযোগসহ মসজিদে গিয়ে খুতবা শোনা ও নামাজ আদায় করা। কারণ জুমা শুধু একটি নামাজ নয়— এটি পুরো সপ্তাহের আত্মিক পুনর্জাগরণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট