ধুনট প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলের শিক্ষার্থীদের হিফযের প্রথম সবক প্রদান অনুষ্ঠিত।
আজ সোমবার বেলা ১১টায় আল-কুরআন একাডেমিক স্কুলের মিলনায়তনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মাওলানা আলমগীর হোসাইন-এর সঞ্চালনায় হিফয সবক প্রদান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাফেজ মাওঃ আব্দুল আলীম।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক ও কুরআনের আদব সম্মানসূচক নসিহত প্রদান করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, আল-কুরআন একাডেমিক স্কুলের শিক্ষকমণ্ডলী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও শিক্ষার্থীবৃন্দ।
পরিশেষে প্রধান অতিথি দু’আ মুনাজাতের মাধ্যমে সমাপ্ত করেন।