
ক্রীড়া ডেস্কঃ
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এলো সেই চরম দুঃসংবাদ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল বাংলাদেশ। শনিবার আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড।
শনিবার (২৪ জানুয়ারি) নিজেদের ওয়েবসাইটে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি বলছে, আগেই প্রকাশিত সূচি অনুসারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ টিমের পরিবর্তে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে যুক্ত করা হবে। ওই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা, যা শুরু আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ ভারতে হওয়ার কথা। সম্প্রতি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে না খেলার কথা জানায় বিসিবি। এই সংক্রান্ত একটি চিঠি আইসিসিকে পাঠায় তারা।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের এত কাছে এসে বিসিবির অনুরোধ পূরণ করা সম্ভব নয়। তাই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতে তাদের নির্ধারিত ম্যাচ আয়োজনের বিষয়ে বিসিবি যে উদ্বেগ প্রকাশ করেছিল, তা দূর করার জন্য আইসিসি একটি বিস্তৃত প্রক্রিয়া অনুসরণ করে এই সিদ্ধান্ত নেয়।
বিবৃতিতে আরও বলা হয়, তিন সপ্তাহের বেশি সময় ধরে বিসিবির সঙ্গে কয়েক দফায় আলোচনা করা হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আইসিসি বিসিবির উদ্বেগগুলো পর্যালোচনা করা হয়েছে। অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের কাছ থেকে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন কমিশন করেছে এবং বিবেচনা করেছে। আইসিসির বিজনেস করপোরেশন (আইবিসি) বোর্ড ভারতের বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছে। ভারত নিরাপত্তা দেওয়ার আশ্বাসগুলো পুনর্ব্যক্ত করেছে। ভারতে হওয়া ম্যাচ নিয়ে বাংলাদেশের ক্রিকেট টিম, কর্মকর্তা ও দর্শকদের ব্যাপারে যে উদ্বেগ দেখানো হয়েছে তার বিশ্বাসযোগ্য হুমকি ছিল না। ফলাফলের আলোকে এবং বিস্তৃত প্রভাবগুলো সাবধানতার সঙ্গে বিবেচনা করার পর আইসিসি সিদ্ধান্ত নিয়েছে যে প্রকাশিত ইভেন্টের সময়সূচি সংশোধন করা সম্ভব নয়।