
আলমডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাফিক পুলিশের নিয়মিত মোটরসাইকেল তল্লাশিকালে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে শহরের লাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বিরামপুর গ্রামের আরজুল হকের ছেলে ফরজ আলী (৪০) এবং একই উপজেলার কুর্শা গ্রামের তানিস আলীর ছেলে রাজন আলী (২২)।
জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট হাসানুল বান্না জানান, আলমডাঙ্গা শহরে নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে সকাল থেকে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। দুপুরে লাল ব্রিজ এলাকায় চুয়াডাঙ্গা দিক থেকে আসা একটি টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়।
পরবর্তী সময়ে দেহ তল্লাশি করে একজনের পকেট থেকে দড়ি দিয়ে বাঁধা একটি ধারালো কাটা গিয়ার উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলের সিট খুলে একটি চাপাতি ও একটি স্টিলের রড পাওয়া যায়।
খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেশীয় অস্ত্রসহ আটক দুজনকে থানায় নিয়ে যায়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈল বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।