
বারহাট্রা প্রতিনিধিঃ
জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের উদ্যোগে নেত্রকোণায় বার্ষিক সভা ও কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা পৌর শহরের সাতপাই চক্ষু হাসপাতাল রোডস্থ ফোরামের অস্থায়ী কার্যালয় সংলগ্ন মাঠে বার্ষিক সভা শেষে শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে খাবার ও কম্বল বিতরণ করা হয়।
ফোরামের সাধারন সম্পাদক নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক সোহান আহমেদ কাকন এর সঞ্চালনায় বার্ষিক সভায় সভপতিত্ব করেন ফোরামের সভাপতি ডিবিসি নিউজের সাংবাদিক রাকিবুল ইসলাম লিমন।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, নেত্রকোণা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের ১০ উপজেলার সকল সদস্যবৃন্দসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহন করেন।
এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও নেত্রকোণা পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সর্দার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ হাফিজুল ইসলাম, নেত্রকোণা সদর সার্কেল এসপি সজল সরকার, জেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আনোয়ারুল হক, নেত্রকোণা সদর আসনের ইসালামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা শরিফ উদ্দীন তালুকদার, নেত্রকোণা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরাম এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শ্যামলেন্দু পাল, লেখক ও গবেষক আলী আহামদ খান আইয়োব, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা রেড ক্রিসেন্ট সেক্রেটারী কামরুল হক, ব্যাবসায়ী নেতা এম এ ওয়াহেদ, নেত্রকোণা সদর হাসপাতাল আরএমও মাজহারুল ইসলাম মাজু, নেত্রকোণা চক্ষু হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ রেজওয়ানুল হক সায়েম, জেলা প্রেসক্লাবের কোষাধক্ষ্য সুজাদুল ইসলাম ফারাস, বারহাট্টা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আজিজুল হক ফারুক সহ অনেকেই। এ ছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি নেতা এস এম মুসা, আলমগীর আহমেদ, কামরুল হাসান খোকনসহ অনেকে।
এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পরে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়।