
রাজশাহী ব্যুরো:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ‘খ’ সার্কেলের অভিযানিক টীম নন্দীগ্রাম থানাধীন ০১ নম্বর বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তুলাশন গ্রামের বাসিন্দা রমজান আকন্দে নিজ বসতঘরের ভেতর থেকে গ্রেফতার করা হয়।
এ সময় আসামির ডান হাতে থাকা একটি প্লাস্টিক বাজারের ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রমজান আকন্দ (৬০) জেলার নন্দীগ্রাম থানাধীন বুড়ইল ইউপির ৮নং ওয়ার্ডের তুলাশন (পূর্বপাড়া) গ্রামের মৃত কাদের আকন্দের ছেলে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,
“মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।