
আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদক:
মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের তিলকপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী(৭২) রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন।
তিনি ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি-রাজিউন)। আজ
১৪ জানুয়ারি ২০২৬ বুধবার বাদ জোহর শুকুরের হাট কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এর আগে জাতীয় পতাকা মোড়ে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভুমি) মোঃ আশিক জামান সর্বস্থারের মুসল্লিগণ জানাজায় অংশ নেন।
তিনি মৃত্যুকারে স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। মেয়ে জামাই ইতালীতে বসবাস করছেন।
মরহুম আইয়ুব আলীর মৃত্যুতে যারা শোক পাঠিয়েছেন তারা হলেন, মিঠাপুকুর মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ও ইউএনও মোঃ পারভেজ,সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান, রূপসী গ্রাম উন্নয়ন সংস্থা (রূগ্রাউস) আজীবর দাতা প্রফেসর ড.আকমল হোসেন, রূগ্রাউস আজীবন দাতা সহযোগী অধ্যাপক জহুরুল হক, রাজউক পরিচালক হামিদুল ইসলাম, রূগ্রাউস সভাপতি ডাঃ আইয়ুব আলী, সহ সভাপতি প্রভাষক আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক এ প্রতিবেদক আব্দুল হালিম। তাঁরা বলেন, আল্লাহ তাআলা মরহুম আইয়ুব আলীকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমীন।