
নেত্রকোনা প্রতিনিধিঃ
দীর্ঘ ১০ বছর কওমি মাদ্রাসায় অধ্যয়ন শেষে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) সম্পন্ন করে খতমে বুখারীর মাধ্যমে মাওলানা হিসেবে অভিষিক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা শাহ আলম। এ উপলক্ষে স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে এক ধর্মীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র সহিহ বুখারী শরিফ খতম শেষে সম্মানিত উস্তাদগণের হাত থেকে পাগড়ি গ্রহণ করেন তিনি। এতে মাদ্রাসার মুহতামিম,শিক্ষকবৃন্দ,আলেম-ওলামা, শিক্ষার্থী ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে বক্তারা বলেন, দাওরায়ে হাদিস সম্পন্ন করা একজন আলেমের জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ইলমে দ্বীনের আলো সমাজে ছড়িয়ে দিতে নবীন আলেমদের ভূমিকা গুরুত্বপূর্ণ এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। নবীন মাওলানা শাহ আলম বলেন,তাঁর এ অর্জনের পেছনে মায়ের দোয়া, উস্তাদদের তত্ত্বাবধান এবং আল্লাহ তায়ালার বিশেষ রহমত রয়েছে।