
ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক মাদারীপুর সফরে ১৪ ই জানুয়ারী (বুধবার) জেলা পুলিশ সম্মেলন কক্ষ ও পুলিশ লাইনে তার বক্তব্যে ইতিহাসের সেরা পরিচ্ছন্ন, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন। আসন্ন ১২ ফেব্রুয়ারী/’২৬ এর জাতীয় সংসদ নির্বাচনে কেউ বিশৃঙ্খলা, সহিংসতা বা আইন-শৃঙ্খলার অবনতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আগাম সর্বোচ্চ আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়ার জন্য মাদারীপুর পুলিশ বাহিনীকে নির্দেশনা প্রদাণের পাশাপাশি কঠোর সতর্কবাতা দিয়েছেন। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচন অনুষ্ঠানে দেশ ও জাতির স্বার্থে পুলিশের অপরিসীম রাষ্ট্রীয় পবিত্র দায়িত্ব রয়েছে। এ নির্বাচনে পুলিশের প্রতিটি সদস্যকে সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, এর কোনো ব্যাত্যয় হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, শান্তিপূর্ণভাবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সেখানে যে কেউ বিশৃঙ্খলা, সহিংসতা বা নির্বাচনের অন্তরায় হয় এমন কোনো বেআইনি কার্যকলাপ করলে তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না, তাদের কঠোর হস্তে দমন করা হবে- তারা যতই শক্তিশালী হোক বা কোনো দলবলের লোকই হোক না কেনো। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন। তিনি জেলা পুলিশের সকল থানা ও ইউনিট প্রধানদের উদ্দেশ্যে নির্বাচন কেন্দ্রীক প্রস্তুতি জোরদার করার নির্দেশনা দেন এবং মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারীত্ব নিয়ে সততা ও নিষ্ঠার সাথে সম্পূর্ণ নিরপেক্ষ আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক বিষয় তুলে ধরেন। ডিআইজি রেজাউল করিম মল্লিক মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা। দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম মল্লিক মাদারীপুরের শিবচর উপজেলায় তার নিজ বাড়িতে অবস্থিত পারিবারিক কবর জিয়ারত করেন। তার মাদারীপুর সফরে জেলা পুলিশের সর্বস্তরের সদস্যদের মাঝে পেশাগত দায়িত্ব পালনে নতুন উৎসাহ- উদ্দীপনা ও আত্মবিশ্বাস বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।