
লালমনিরহাট প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন লালমনিরহাট সদর – ৩ আসনের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সোমবার (৫জানুয়ারি) শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওই মতবিনিময় সভা করেছেন তিনি।
এসময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অপরিহার্য।
মত বিনিময় সভায় তিনি বিএনপির রাজনৈতিক অবস্থান, নির্বাচনকালীন কর্মসূচি এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি দলীয় কার্যক্রম পরিচালনায় যেকোনো প্রতিবন্ধকতা দূর করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।