
লক্ষীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর শহরের তিতাখাঁ মসজিদের বিপরীতে অবস্থিত ‘ম্যাক ওয়ার্ল্ড’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার সকালবেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়মের চিত্র উঠে আসে। কর্মকর্তারা জানান, দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অনুমোদনহীন ও বিভ্রান্তিকর লেবেল ব্যবহার, নকল পণ্য মজুদ, নির্ধারিত দামের অতিরিক্ত মূল্য আদায় এবং মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারণার প্রমাণ পাওয়া গেছে।
এ সকল অপরাধের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দোকান মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা বলেন, সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে সৎভাবে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।