
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
আপোষহীন দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন
ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রোহের মাগফিরাত কামনায় সরাইলে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২ জানুয়ারি) বাদ জু’মার নামাজের পর সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ একাধিক রাজনৈতিক দলের নেতা কর্মী ও সর্বস্তরের জনগণ দোয়ায় অংশ গ্রহণ করেন। সরাইলসদর, অরুয়াইল, পাকশিমুল, চুন্টা,কালীকচ্ছ,নোয়াগাও, পানিশ্বর, শাহবাজপুর, শাহজাদাপুর ইউনিয়নের প্রত্যেকটি জামে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
প্রতিটি মসজিদে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনাসহ তার পরিবারের সকলের জন্য দোয়া করা হয়। দেশপ্রেমিক বেগম জিয়াকে বেহেশতের উচ্চতম মাকাম জান্নাতুল ফেরদৌসে স্থান করে দেওয়ার জন্য মহান রাব্বুল আলামিন এর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করা হয়েছে এবং তার পরিবারের সকল সদস্যের সেই শোক ধৈর্য্য ধারন করে দেশের সেবায় “মা” খালেদা জিয়া’র ভূমিকা যেন পালন করতে পারে মহান রাব্বুল আলামিন এর কাছে বিশেষভাবে সাহায্যের আবেদন করা হয়েছে।
বার্তা প্রেরক
মোঃ বাদল মিয়া
সরাইল, উপজেলা
০২/০১/২০২৬
ছবি সংগৃহীত