
স্টাফ রিপোর্টারঃ
আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেওয়ের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় ঘটে এ দুর্ঘটনা। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ক্ষতি গ্রস্থ যান সড়ক থেকে সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।
হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে খুলনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেওয়ের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় আসরে ঘন কুয়াশার কারণে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ঔষধ কোম্পানীর কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে একটি পিকআপ ও আরেকটি প্রাইভেটকাট দুর্ঘটনা কবলিত গাড়ি দুটির সাথে সংঘর্ষ হয়। এতে বাসে থাকা কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়। আহ- তদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মুহুর্তেই আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে হাইওয়ে পুলিশ। ক্ষতিগ্রস্থ যানবাহনগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া সড়কে ৩০ মিনিট যান চলাচাল বন্ধ থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।