
রাজশাহী ব্যুরো:
কুয়াশাচ্ছন্ন ভোরে গাঁজা পাচারকালে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ১৫ মিনিট পর্যন্ত বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন জামাদারপুকুর এলাকায় বগুড়া–নাটোরগামী পাকা সড়কের পূর্ব পাশে গীতা ফিলিং পয়েন্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল সিএনজি ও আসামিদের দেহ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর থানাধীন লাহিড়ীপাড়া ইউপির সাত শিমুলিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে সাজু (৪০) ও লাহিড়ীপাড়া ইউপির ইউনুস আলীর ছেলে আব্দুল হক আজাদ (৩৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানায় ডিএনসি। এসব তথ্য যাচাই-বাছাই করে চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক পাচারকারীরা কৌশল পরিবর্তন করে ভোরের কুয়াশাকে কাজে লাগানোর চেষ্টা করছে। তবে আমাদের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযানের ফলে তারা রেহাই পাচ্ছে না। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া জেলা কার্যালয় সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদক চক্রের মূল হোতাসহ জড়িত সবাইকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “জনসাধারণের সহযোগিতা পেলে মাদক নির্মূলে আরও দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”
এ ঘটনায় শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।