ক্রীড়া ডেস্কঃ
লম্বা সফর শেষে গত মাসে ইংল্যান্ডে গিয়েছিল টাইগার যুবারা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
১-১ সমতা নিয়ে দেশে ফিরেছে যুবা ক্রিকেটাররা। বর্তমানে বিশ্রামে রয়েছে যুবা দলের ক্রিকেটাররা। সপ্তাহখানেক বিশ্রাম শেষে আবারও অনুশীলনে নামার কথা রয়েছে তামিমদের।
যে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে আগামী ২৫ অক্টোবর থেকে, আর শেষ হবে ১০ নভেম্বর। যদিও ভেন্যু হিসেবে কোন মাঠ থাকছে, সেটি এখনো চূড়ান্ত নয়।
৫ ওয়ানডের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও জানা গিয়েছে। মূলত বিশ্বকাপ সামনে রেখে যুবা ক্রিকেটারদের সব রকম প্রস্তুতির মধ্যে রাখছে বিসিবি।
চলতি বছরে আবার যুব এশিয়া কাপও রয়েছে। যা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নভেম্বরের শেষ দিকে। এরপর জানুয়ারিতে জিম্বাবুয়ের মাটিতে পর্দা উঠবে যুব বিশ্বকাপের।