ক্রীড়া ডেস্কঃ
বর্তমানে বাংলাদেশ-পাকিস্তানের সমালোচকদের একজন রবিচন্দ্রন অশ্বিন। সুযোগ পেলেই এই দুলকে নিয়ে সমালোচনায় মাতেন ভারতের সাবেক এই ক্রিকেটার।
তবে ভারত-পাকিস্তান সমালোচনায় সরাসরি তুলনা না করে বাংলাদেশকে উদাহরণ হিসেবে টেনে পাকিস্তানকে খোঁচা দেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, আয়োজকদের উচিত পরের আসরে ভারত-শ্রীলঙ্কার মধ্যে অন্তত তিনটি ম্যাচ রাখা। তার মতে, ভারত-শ্রীলঙ্কা লড়াই পাকিস্তানের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
পাকিস্তান দল নিয়ে সহানুভূতিও প্রকাশ করেছেন অশ্বিন। তিনি বলেন, রাজনীতি বাদ দিলাম, কিন্তু সত্যি বলতে পাকিস্তান দলের জন্য খারাপই লাগে। সাইম আইয়ুব ছাড়া আর তেমন কাউকে যোগ্য মনে হয় না। টেকনিক, ট্যাকটিকস আর অ্যাপ্রোচ সব মিলিয়ে ভারত অনেক এগিয়ে। তাই ভারত-পাকিস্তান তুলনা করাটাই অন্যায্য।