
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় র্যাবের অভিযানে ৪৪০টি এয়ারগানের গুলিসহ দুটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
আজ ৪ জানুয়ারি রোববার ভোর ৪টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অভিযান চালায় র্যাব।
র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহবাজপুর এলাকায় একটি আম গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান ও ৪৪০টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা পাইপগান ও গুলি সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে র্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৩৩টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন, চার হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪ টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড এবং ৩৭টি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাব।