
ষ্টাফ রিপোর্টারঃ
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বালিয়া ইউনিয়নের ছোট বালিয়া কলোনি পাড়ায় মরহুম আয়াতুল্লাহর পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নূরে আলম সুজন।
দোয়া মাহফিলের আয়োজক নূরে আলম সুজন বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে যুক্ত। তাঁর আত্মার মাগফিরাত কামনায় আমাদের পারিবারিক ভাবে এ আয়োজন করা হয়েছে।
পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ বলেন, খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন বিএনপির নেতা-কর্মীদের পথ দেখিয়ে যাবে।
আর জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও দেশনেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শ ও রাজনৈতিক আমানত রক্ষা করা বিএনপির নেতা-কর্মীদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতা-কর্মীরা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে।