
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে অবস্থিত লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব হাসপাতালে সকল প্রকার বৈধ লাইসেন্স বিদ্যমান রয়েছে এবং নিয়মিত অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টের মাধ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
একটি অনিচ্ছাকৃত ভুল তথ্য ও প্রশাসনিক ভুল বোঝাবুঝির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে হাসপাতালের প্যাথলজি ল্যাব বিভাগ বন্ধ রাখা হলেও বহির্বিভাগসহ অন্যান্য সকল চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে চালু রয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা যায় যে লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তরের বিধি অনুযায়ী একটি বি-ক্যাটাগরির প্যাথলজি ল্যাব হিসেবে নিবন্ধিত। এ ক্যাটাগরির ল্যাবের ক্ষেত্রে পূর্ণকালীন প্যাথলজিস্ট নিয়োগের আইনগত বাধ্যবাধকতা নেই।
সূত্র আরও জানায়, সাতক্ষীরা জেলায় বর্তমানে মাত্র চারজন প্যাথলজিস্ট রয়েছেন, যারা বিভিন্ন বৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠানে খণ্ডকালীন ও চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালন করছেন। এরই ধারাবাহিকতায় এর আগে ডা. আব্দুস সাদিক অপু সপ্তাহে দুই দিন চুক্তিভিত্তিক প্যাথলজিস্ট হিসেবে লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন। তবে চলমান সড়ক সংস্কার কাজের কারণে তিনি সাময়িকভাবে হাসপাতালে উপস্থিত হতে পারছেন না।
এ অবস্থায় হাসপাতালের ল্যাব ইনচার্জ অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করায় বিষয়টি প্রশাসনিক বিভ্রান্তির সৃষ্টি করে। পরবর্তীতে সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশক্রমে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শুধুমাত্র প্যাথলজি ল্যাব বিভাগ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
এদিকে সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সিভিল সার্জন কার্যালয়ের পরামর্শ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে একজন নতুন প্যাথলজিস্ট বিশেষজ্ঞের সঙ্গে চুক্তি সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছেন। এ সংক্রান্ত কাগজপত্রের কপিও কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানান, সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আগামী ২ থেকে ১ দিনের মধ্যেই প্যাথলজি ল্যাব পুনরায় চালু করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেন,
“অনিচ্ছাকৃত ভুল তথ্যের কারণে সৃষ্ট সাময়িক বিভ্রান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। রোগীসেবার মান অক্ষুণ্ণ রাখতে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমরা আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবো।”