
রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে এক হাজার শীতার্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার বড়ইয়া ইউনিয়নের আরুয়া সোনারগাঁও এলাকায় জামিয়া ইসলামিয়া সোনারগাঁও মাদ্রাসা প্রাঙ্গনে সাফামারওয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সদ্য ঘোষিত সিআইপি মো. সিফাত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন সোহাগ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো. আহসান হাবিব সোহাগ।
শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করে উপকারভোগী এক শীতার্ত বলেন, “এই শীতে কম্বল না থাকায় খুব কষ্ট হচ্ছিল। আজ কম্বল পেয়ে অনেক উপকার হলো।”
এ সময় জামিয়া ইসলামিয়া সোনারগাঁও মাদ্রাসার সাবেক সভাপতি মো. খলিলুর রহমান, সাফামারওয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহদাত হোসেন ও মুফতি নেয়ামত উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাফামারওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সিআইপি মো. সিফাত উল্লাহ বলেন, “সাফামারওয়া ফাউন্ডেশন সবসময় মানবিক কাজের সঙ্গে যুক্ত। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার এ উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”