1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে নতুন যুদ্ধবিরতি নির্বাচনে সরকার কোনও প্রভাব খাটাবে না: পররাষ্ট্র উপদেষ্টা শ্রীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি আরিফ সম্পাদক শ্যামল ঘন কুয়াশায় ঘাটাইলে সড়ক দুর্ঘটনা শনিবার সকালে হরিপুরে প্রান্তিক ও বিনিময় পরিবহনের দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত-২০ রাজাপুরে সাফা মারওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ১’হাজার শীতবস্ত্র বিতরণ করছেন সিআইপি আলহাজ্ব সিফাত উল্লাহ বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহা সমাবেশ অনুষ্ঠিত সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তিনজন গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত নুরুল ইসলাম সাদ্দাম

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহা সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,মাদারীপুর প্রতিনিধিঃ

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় উদ্যোগে সারাদেশ থেকে আগত সাংবাদিকদের অংশগ্রহণে এক মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দিনব্যাপী এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করে বক্তব্য রাখেন দেশবরেন্য সাংবাদিক, লেখক, কলামিষ্ট ও উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনে সহধর্মিণী বর্তমান সভাপতি মোছাঃ আছিয়া আক্তার, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব বিশিষ্ট সাংবাদিক মোঃ আলমগীর গনি, সার্বিক সহযোগিতায় ছিলেন নীতিনির্ধারক পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ জামাল হোসেন, সদস্য সচিব আবুল বাশার মজুমদার। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনায় ছিলেন নীতিনির্ধারক পরিষদের কেন্দ্রীয় সদস্য ও মরহুম আলতাফ হোসেনের সুযোগ্য পুত্র মোঃ মনজুর হোসেন, কার্যনির্বাহী পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ, সহ-সভাপতি মোঃ শাজাহান হাওলাদার সহ বিভিন্ন বিভাগ, মহানগর, জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও মাদারীপুর জেলা সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর, সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আজিজুর রহমান জয়নাল, কক্সবাজার জেলার সভাপতি মোঃ ওসমান হোসেন এলি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলার সভাপতি লায়ন শিকদার আরিফুল হক টিটো।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা পৃথক-পৃথক বক্তব্যে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা, মত প্রকাশের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকরা নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, সাংবাদিকরা হত্যার শিকার হচ্ছেন, সাগর-রুনি হত্যাকান্ডের দ্রুত বিচার সহ সকল হত্যাকান্ডের বিচার দাবী করেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠিত হওয়ার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। তারা সাংবাদিকদের কল্যাণ, প্রশিক্ষণ ও পেশাগত মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থার ভূমিকার প্রশংসা করেন।
সমাবেশে বক্তারা আরো বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার দিতে হবে। হয়রানি, নির্যাতন ও মিথ্যা মামলা বন্ধ করতে হবে। কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর গনি তার বক্তব্যে প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাফ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি সাংবাদিক পেশাকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহবান জানান, তিনি কেন্দ্রীয়, বিভাগ ও জেলায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দকে সারাদেশে সংগঠনের কার্যক্রম আরো জোরদার করার আহবান জানান। অনুষ্ঠানটি শেষের দিকে রেফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অত্যন্ত জাঁকজমক, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খভাবে সমাপ্ত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট