ক্রীড়া ডেস্কঃ
ডেওয়াল্ড ব্রেভিসের বিস্ফোরক ইনিংসের সৌজন্যে দুইশ ছাড়ানো সংগ্রহ গড়ল দক্ষিণ আফ্রিকা। বিশাল লক্ষ্য তাড়ায় ধারেকাছেও যেতে পারল না স্বাগতিকরা।
ডারউইনে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার জয় ৫৩ রানে। ব্রেভিস-ঝড়ে ২১৮ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৬৫ রানে গুটিয়ে দিয়েছে তারা।
প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানে হেরেছিল প্রোটিয়ারা। ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফেরা
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি ওরা ব্রেভিস খেলেন ১২৫ রানের ইনিংস। তার ৫৬ বলের খুনে ইনিংসটি গড়া ৮ ছক্কা ও ১২ চারে।
টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার জার্সিতে এটিই সবচেয়ে বড় ব্যক্তিগত ইনিংস। ব্রেভিস ছাড়িয়ে যান ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৯ রান করা ফাফ দু প্লেসিকে।
প্রোটিয়াদের হয়ে এই সংস্করণে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ডটিও এখন ব্রেভিসের। ২২ বছর ১০৫ দিন বয়সে ম্যাচটি খেলতে নামেন তিনি। ২০১২ সালে জিল্যান্ডের বিপক্ষে ২৪ বছর ৩৬ দিন বয়সে শতক করেছিলেন রিচার্ড লেভি।