
সৈয়দ কামরুজ্জামান মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর বড়বাড়ি মসজিদের পাশের একটি বাসা থেকে চিহ্নিত মাদ*ক*সেবী পতিতা জেরিন বেগম (৩২)কে আটক করেছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায় ১৯ ফেব্রুয়ারী ২০২৫ইং রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। জেরিন বেগম (৩২) দীর্ঘদিন ধরে মৌলভীবাজারে দেহ*ব্যব*সার পাশাপাশি মা*দ*ক সেবন ও মা*দক ব্যবসা করে আসছে বলে জানা গেছে।
অজ্ঞাত দুই ছেলেসহ বাসা ভাড়া নিয়ে বেশ কিছুদিন যাবত উক্ত বাসায় বসবাস করছে। বিভিন্ন কৌশলে ছেলেদের বাসায় নিয়ে যায় এবং তাদের অ*জ্ঞা*ন করে অ*শ্লী*ল ভিডিও ধারণ করে ব্ল্যা*কমে*ইল করে টাকা দাবি করে।
এছাড়া সে তার বিভিন্ন দালালদের মাধ্যমে খদ্দেরদের বাসায় নিয়ে আটক করে একই কায়দায় ব্ল্যা*ক*মে*ইল করে টাকা আদায় করে বলে ইতিপূর্বে কয়েকবার অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার রাত ৯ টার দিকে একটি ছেলে চিৎকার চেচামেচি শুরু করলে এলাকার লোকজন জড়ো হয়। স্থানীয়রা মৌলভীবাজার মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছালে ১জন পালিয়ে যায়। ভিতরে দরজা লাগিয়ে রাখলে ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের একটি টিম দরজা ভেঙ্গে পুলিশ ও স্থানীয় জনতার সহযোগীতায় ভিতরে প্রবেশ করে জেরিন বেগম (৩২) ও একজন ছেলেকে আটক করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নতুন নয় বলে জানা গেছে। এর পূর্বে গত ২৪/৮/২৪ইং তারিখে মৌলভীবাজার সদর উপজেলার ইসলামবাগ এলাকার ফজলুর রহমান ভিলা থেকে এক দেহ*ব্যব*সায়ী ও দুই সহযোগীকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসী আটক করে মৌলভীবাজার মডেল থানা পুলিশকে খবর দেয়।
পরবর্তীতে স্বংগীয় ফোর্সসহ এস আই শিপু কুমার দাশ ঘটনাস্থলে গিয়ে রাত ১:৩০ মিনিটে, জেরিন বেগম (৩২) পিতাঃ মুহিবুর রহমান, সাং নন্দনগর, থানা কুলাউড়া, বর্তমান, ফজলু ভিলা ইসলামবাগ, সদর মৌলভীবাজারকে আটক করে আদালতের মাধ্যমে দুই সহযোগীসহ প্রসিকিউশন নং ৮৪/২০২৪ তারিখ ২৪/৮/২৪ইং দাখিল করে আসামীদের আদালতে প্রেরণ করেন।
জেরিন বেগম (৩২) দীর্ঘদিন যাবত সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা, মাদক সেবন এবং ব্ল্যা*কমে*ইলিং করে আসছে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভুক্তভোগীদের অভিযোগ রয়েছে।
Like this:
Like Loading...
Related