
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কাসাইটাড়ি এলাকায় সংঘর্ষটি ঘটে। এ ঘটনায় আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
স্থানীয়রা জানান, সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং একাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।