
রাজাপুর প্রনিতিধিঃ
ঝালকাঠি-১ সংসদীয় এলাকা জাসাস গণসংযোগ কমিটির আলোচলা সভা অনুষ্ঠিত হয়েছে।রাজাপুর উপজেলার ডাক বাংলোর মোড় যুবদলের প্রধান কার্যালয় ২৪ জানুয়ারি বিকাল ৩টায় রাজাপুর উপজেলা জাসাস এর আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১(রাজাপুর- কাঁঠালিয়া) আসনের ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম জামাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য ও সমন্বয়কারী জাসাস গণসংযোগ কমিটি ঝালকাঠি মোঃ আতাউর রহমান
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাস ঝালকাঠি জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মনির,সদস্য সচিব বাদল হোসেন বিশ্বাস,রাজাপুর উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল, মোঃ শাহিন প্রমুখ,এছাড়াও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ও রাজাপুর উপজেলার জাসাসের নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাসাস রাজাপুর উপজেলার সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম।