
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের ঐতিহাসিক ঈদগাহ মাঠে উঠান বৈঠকে আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষ মার্কায় ভোট চেয়েছেন বিএনপি’র প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, আমাদের বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়া একতন্ত্র থেকে বহু দলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছেন। দেশের জন্য শহীদ জিয়া মুক্তিযুদ্ধ করেছেন এবং দেশকে স্বাধীন করেছেন। ৭ই নভেম্বর ১৯৭৫ সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এসেছিলেন। তলা বিহীন দেশকে কৃষকের উন্নয়নে কাজ করেছেন। তারপর শহীদ জিয়ার মৃত্যুর পর নয় বছর স্বৈরশাসক ক্ষমতায় ছিলেন। অতঃপর আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ উন্নয়নের জন্য কাজ করেছেন দীর্ঘ সময়। বেগম খালেদা জিয়ার জানাজা বিশ্বের সবচেয়ে বড় জানাজা ছিল। আমি দীর্ঘদিন থেকে রাজনীতি করায়, বাবা ছেলে নাতি সবাই আমাকে দুলু ভাই বলে ডাকে। ২০০১ সালে এমপি হওয়ায় বেগম খালেদা জিয়া আমাকে মন্ত্রী বানিয়েছিলেন। আমাদের চ্যাম্পিয়ন মার্কা ধানের শীষ, তাই হিন্দু , খ্রিস্টান, বৌদ্ধ এবং মুসলমানদের সবাই মিলে ধানের শেষে ভোট দিবেন। আমি নির্বাচিত হলে সবাইকে ফ্যামিলি কার্ড দিব।আলোকিত লালমনিরহাট গড়া দীর্ঘদিনের অঙ্গীকার আমার, সমৃদ্ধির লালমনিরহাট, শান্তির লালমনিরহাট, দুর্নীতি মুক্ত লালমনিরহাট গড়তে চাই ।