
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলায় ১০ গ্রামের ভেতর দিয়ে বয়ে চলা সতী নদীর ওপর জেলা যুবদলের উদ্যোগে একটি সাঁকো নির্মাণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের টাংরুর বাজার গ্রামে সাঁকোটির উদ্বোধন করেন জেলা যুবদলের আহবায়ক আনিচুর রহমান আনিচ ও সদস্য সচিব হাসান আলী।
স্থানীয় নেতা-কর্মীরা জানান, ২৬০ ফিট দৈর্ঘ্য ও ৭ ফিট প্রস্তুের সাঁকোটি নির্মাণে সময় লেগেছে ২ মাস ২০ দিন। এতে ব্যয় হয়েছে প্রায় ৮ লাখ টাকা।
স্থানীয় বাসিন্দারা জানান, সিমেন্টের পিলার, বাঁশ কাঠের তৈরী এই সাঁকোটি টাংরুরবাজার চওড়া পাড়া, পানাতি পাড়া, খুনিয়া গাছ ও রাজপুর এলাকার প্রায় ১৪ হাজার মানুষের দুর্ভোগ কমে গেছে ।
স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম জানান, সাঁকো না থাকার ফলে আগে তাঁদের পাঁচ/ ছয় কিলোমিটার ঘুরে বিভিন্ন গন্তব্যে যেতে হতো, এখন তা আর লাগবে না,সাময়িকভাবে সাঁকোটি নির্মাণের ফলে অঞ্চলটির মানুষের দুর্ভোগ অনেকাংশে কমল।
লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্যসচিব হাসান আলী বলেন, জেলা, সদর ও ইউনিয়ন যুবদলের সার্বিক তত্ত্বাবধানে যুবদলের সদস্যরা প্রত্যক্ষভাবে এই দৃষ্টিনন্দন সাঁকোর নির্মাণকাজে অংশ নেন।
নতুন সাঁকোটি দিয়ে বাইসাইকেল ও মোটরসাইকেল নিয়েও চলাচল করা যাবে বলে জানান জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষে আমরা কাজ করে যাচ্ছি, সেই সাথে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নির্দেশনায় ‘দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া অঞ্চলটির মানুষের স্বপ্নের সাঁকোটির আমরা নিজ উদ্যোগে কাজ করেছি।
সাঁকোটির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাভলু ও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ফকরুল ইসলাম লাভলুসহ
অন্যান্যরা।