
জাহাঙ্গীর আলম,মির্জাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া ইয়াসমিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর ইউনিটের নেতৃবৃন্দ ও সদস্যরা।
২২ জানুয়ারি ২০২৬ ইং, বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন বলেন, মির্জাপুর একটি শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় উপজেলা। তিনি বস্তুনিষ্ঠ, সত্য ও দায়িত্বশীল সংবাদ প্রকাশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন এবং পেশাগত প্রয়োজনে সবসময় সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর ইউনিটের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি লুৎফর রহমান অরেঞ্জ, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, প্রচার সম্পাদক সাইদুর রহমান শাকিল, দপ্তর সম্পাদক ইব্রাহিম মিয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন আবিদ, মোঃ জাহাঙ্গীর মিয়া এবং জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।