
আশরাফুদ্দীন আল আজাদ,ধুনট প্রতিনিধিঃ
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার এমপি পদপ্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নুর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু।
আজ ২২শে জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি শাহীন আলম-এর সঞ্চালনায় দলের উপজেলা কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতি সভা ও আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জননেতা প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু।
তিনি বলেন, ইসলাম দেশ ও মানবতার কাঙ্খিত মুক্তির জন্য মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই রাজনীতি করেন সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি এবং আগামীতে শেরপুর-ধুনট আসনের সর্বস্তরের জনগণের প্রত্যাশিত এলাকা গড়তে আমি সর্বদা কাজ করবো ইনশাআল্লাহ্।
প্রস্তুতি সভা শেষ করে আনুষ্ঠানিক প্রচারণার শুরু করেন ধুনট বাজার এলাকায়।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের ধুনট উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।