
লালমনিরহাট প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটে বুধবার সকালে জেলার তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার তিনটি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২২ জন প্রার্থীকে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ৩ জন প্রার্থী প্রতীক নেওয়ার আগে মনোনয়ন থেকে প্রত্যাহার করেছেন, ফলে চূড়ান্তভাবে ২২ জন প্রতীক পেয়েছেন বলে জেলা প্রশাসক সূত্রে জানা গেছে।সকাল ১০টা থেকেই লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দের উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এইচ এম রকিব হায়দার জেলার ৩টি আসনের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দের সময় জেলা নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় রিটার্নিং অফিসার প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
প্রার্থীরা বলেন, আমরা কাঙ্ক্ষিত প্রতীক পেয়েছি। এখন সরাসরি জনগণের কাছে যাব। আমরা একটি শান্তিপূর্ণ, অবাধ,সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে অঙ্গীকারবদ্ধ।
প্রতীক পাওয়ার পরপরই আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন প্রার্থীরা। আগামী ১২ ফেব্রুয়ারি এই ৩ টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।