
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে মঙ্গলবার (২০ জানুয়ারি) এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র।
সূত্র জানায়, সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ বাংলাদেশের বিভিন্ন শহরে থাকা ভারতীয় কূটনৈতিক মিশনে কর্মরত কর্মকর্তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কূটনীতিকরা স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করবেন এবং সব মিশন পূর্ণমাত্রায় চালু থাকবে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যকার কূটনৈতিক কার্যক্রম কিংবা কনস্যুলার সেবায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না। ভিসা, পাসপোর্টসহ অন্যান্য নিয়মিত সেবা আগের মতোই চালু থাকবে।
ঢাকার ভারতীয় হাইকমিশনের পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনগুলোতেও একই নির্দেশনা কার্যকর করা হয়েছে।