1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

নতুন বছরের শুভেচ্ছায় ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের বার্তা

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

রাত পোহালেই শুরু হচ্ছে নতুন বছর—২০২৬ সাল। পুরোনো সব গ্লানি, হতাশা ও ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন আশা, নতুন প্রত্যাশা আর নতুন অঙ্গীকার নিয়ে নতুন বছরকে বরণ করে নিতে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,“নতুন বছর মানেই নতুন সম্ভাবনা। ২০২৬ সাল যেন আমাদের জীবনে বয়ে আনে শান্তি, সুস্থতা, নিরাপত্তা ও সমৃদ্ধি—এই কামনা করি। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। নতুন বছরে মাদকবিরোধী আন্দোলনকে আরও জোরদার করতে ডিএনসি বগুড়া জেলা কার্যালয় আগের চেয়ে আরও সক্রিয়ভাবে কাজ করবে। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং পরিবারভিত্তিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান দেশবাসী, বিশেষ করে বগুড়া জেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“নতুন বছরে আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার শপথ গ্রহণ করি।”

শেষে তিনি গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ২০২৬ সাল সবার জীবনে কল্যাণ বয়ে আনুক এই প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট