রাজশাহী ব্যুরো:
রাত পোহালেই শুরু হচ্ছে নতুন বছর—২০২৬ সাল। পুরোনো সব গ্লানি, হতাশা ও ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন আশা, নতুন প্রত্যাশা আর নতুন অঙ্গীকার নিয়ে নতুন বছরকে বরণ করে নিতে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,“নতুন বছর মানেই নতুন সম্ভাবনা। ২০২৬ সাল যেন আমাদের জীবনে বয়ে আনে শান্তি, সুস্থতা, নিরাপত্তা ও সমৃদ্ধি—এই কামনা করি। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। নতুন বছরে মাদকবিরোধী আন্দোলনকে আরও জোরদার করতে ডিএনসি বগুড়া জেলা কার্যালয় আগের চেয়ে আরও সক্রিয়ভাবে কাজ করবে। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং পরিবারভিত্তিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান দেশবাসী, বিশেষ করে বগুড়া জেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“নতুন বছরে আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার শপথ গ্রহণ করি।”
শেষে তিনি গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ২০২৬ সাল সবার জীবনে কল্যাণ বয়ে আনুক এই প্রত্যাশা ব্যক্ত করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড