1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার রাস্তা যেন জনসমুদ্র আজ ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন সরকারি কর্মচারীদের আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন: তথ্য সচিব বগুড়ার ২০ দলীয় মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান শিশু আয়েশা ও শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচারের দাবি আলমডাঙ্গায় বিয়ের দাবিতে ইতালি প্রবাসীর স্ত্রীর অনশন যুবকের পরিবারে উত্তেজনা তারুণ্যের উৎসবে বগুড়ায় প্রমীলা প্রীতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ দিনাজপুর সদর রাজনীতির কেন্দ্রে দেশনেত্রী-বেগম খালেদা জিয়ার মনোনয়নে আবেগ ও প্রত্যাশার ঢেউ গৃহবধূকে ধর্ষনের মামলা; র‍্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি দিনাজপুরের কোতয়ালী থেকে গ্রেফতার 

বগুড়ার ২০ দলীয় মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম,রাজশাহী ব্যুরো:

“মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন”—এই শক্তিশালী স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উদ্যোগে আয়োজিত ২০ দলীয় মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর ) সন্ধ্যা ৬টায় বগুড়া স্টেশন ক্লাব ইনডোর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন,“মাদক শুধু একজন মানুষকে নয়, ধীরে ধীরে একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত রাখতে পারলেই মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে তাদের দূরে রাখা সম্ভব। এ ধরনের আয়োজন প্রশংসনীয় এবং সময়োপযোগী।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস বলেন,“মাদকবিরোধী আন্দোলনকে সফল করতে হলে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: সাজ্জাদ উল হক বলেন,“মাদকাসক্তি একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। ক্রীড়াচর্চা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে তরুণদের সুস্থ পথে ফেরানো সম্ভব। মাদক নিরাময় কেন্দ্রগুলোর অংশগ্রহণ এই আয়োজনকে আরও অর্থবহ করেছে।”

জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আকরাম হোসেন বলেন,“খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, সহনশীলতা ও ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে। মাদকবিরোধী আন্দোলনে ক্রীড়া কার্যক্রমকে আরও বিস্তৃত করা প্রয়োজন।”

প্রসিকিউটর মো: শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন,“মাদক অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি। এই প্রতিযোগিতা তরুণ সমাজকে সচেতন করার একটি কার্যকর উদ্যোগ।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার জেলার উপপরিচালক মোহা: জিললুর রহমান।

তিনি বলেন,“ডিএনসি বগুড়া বিশ্বাস করে—শুধু অভিযান নয়, প্রতিরোধই মাদক নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী উপায়। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর অংশগ্রহণ প্রমাণ করে, আমরা সবাই একসঙ্গে কাজ করলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।”

এই প্রতিযোগিতায় বগুড়া জেলার নিবন্ধিত ১৯টি বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এবং ডিএনসি বগুড়ার একটি টিমসহ মোট ২০টি দল অংশগ্রহণ করে। টানটান উত্তেজনার ফাইনাল খেলায় ব্যাডস নিরাময় কেন্দ্র চ্যাম্পিয়ন এবং র‍্যান রিহাব বগুড়া রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি জনাব গোপাল তেয়ারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার সন্ধ্যা ৬টায় একই ভেন্যুতে এই ২০ দলীয় মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫-এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান।

এই আয়োজনের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক জীবনের পথে উদ্বুদ্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট