
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান বা তদন্তে কোনও ব্যক্তি চাপ প্রয়োগ করলে ভবিষ্যতে তাদের নাম প্রকাশ করা হবে বলে সতর্ক করেছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, দুদকের কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা এখনই বন্ধ করতে হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এই বক্তব্য দেন তিনি। সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ ও সচিব মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত ছিলেন।
দুদক চেয়ারম্যান জানান, তদন্তে হস্তক্ষেপের চেষ্টা বরদাশত করা হবে না। যারা দুর্নীতিবাজদের পক্ষ নেবে বা অনুসন্ধান থামাতে চাপ দেবে, তাদের পরিচয়ও আর গোপন রাখা হবে না।
তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে শক্ত ও কার্যকর করতে কমিশন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। প্রতিষ্ঠানটির স্বাধীনতা ও স্বচ্ছতা রক্ষায় প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।