
ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর জেলা শাখার সভাপতি দৈনিক বাংলা দৈনিক আলোকিত নিউজ পত্রিকার মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর সদর থানা সংলগ্ন হরিকুমারিয়া লেঃ ফারুক সড়কস্থ শরীফ মোঃ ফায়েজুল কবীর এর নিজ বাসা থেকে শাওমি ব্রান্ডের পোকো সি-৭৫ এন্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১০:৩০ টার দিকে তার নিজ বসতবাড়ীর ঘরের জানানা কৌশলে খুলে জানালার পাশে বিছানায় থাকা উক্ত মোবাইলটি চুরি হয়। সিসি ক্যামেরায় ইতিমধ্যে আসামী সনাক্ত হয়েছে, আআইনগতভাবে তাকে গ্রেফতারের স্বার্থে মোবাইল চোরের নাম-ঠিকানা গোপন রাখার কথা জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক ফায়েজুল শরীফ। এ ব্যাপারে ইতিমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছেও বলে জানিয়েছেন তিনি। উল্লেখিত ব্রান্ডের মোবাইলে টেলিটকের সিম নম্বর ০১৫১৬০০৫৮৬২ সংরক্ষিত ছিলো এবং ছিমটি গতকাল ১৪/১১/২৫ ইং তারিখ সকাল ৬ টা পর্যন্ত সচল ছিলো। এরপর সিমিটি বন্ধ করা হয়েছে। চুরি হওয়া মোবাইলটি সংশ্লিষ্ট চোর বিক্রির চেষ্টা করবে, সে সময় তাকে আটক করে এবং মোবাইলটি সহ তাকে বা তার সহযোগীদের মাদারীপুর সদর মডেল থানায় সোপর্দ করার জন্য তিনি সবার কাছে অনুরোধ জানিয়ে বলেন, চোরাই মোবাইল ক্রয় ও বিক্রয়ের সাথে যারাই জড়িত হবে তাদের আইনের হাতে তুলে দেয়া সবার নাগরিক দায়িত্ব। এছাড়া সংশ্লিষ্ট চোরকে ধরার জন্য চেষ্টা অব্যাহত রয়েছেও বলে তিনি জানান। মোবাইলটির আইএমই নাম্বার- ৮৬৬৮০৯০৭১৪৯২৯৬৮,৮৬৬৮০৯০৭১৪৯২৯৭৬