1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
যমুনা অভিমুখে ইসলামী দলগুলোর পদযাত্রায় পুলিশের বাধা নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছি: ট্রাম্প বিজিবির(লোগাং জোন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়িতে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ তালায় ভাগবা বাজারের পাশে বশত ঘরে আগুন, তিন লক্ষ টাকার ক্ষতি রাতে সম্পাদকের দাওয়াতে সকালে সভাপতির লাশ ধুনটে আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের উদ্যোগে রক্তদান ক্যাম্প অনুষ্ঠিত সম্রাট মোল্লার নেতৃত্বে চরকুমারিয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ সার না পাওয়া দিশেহারা কৃষকদেরকে নিয়ে প্রশাসনের কাছে জবাব চেয়ে বিক্ষোভ মিছিল ত্রিদেশী সিরিজে খেলবে না বাংলাদেশ দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগ: ৬ এতিম শিশুর দায়িত্ব তাদের হাতে

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতিতে নতুন নিয়ম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

 

যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের কাজের অনুমতি নবায়নে বড় পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী হাজার হাজার অভিবাসী কর্মী এখন স্বয়ংক্রিয়ভাবে ইএডি নবায়ন সুবিধা পাবেন না।

দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) বুধবার (২৯ অক্টোবর) এক অন্তর্বর্তীকালীন নিয়ম জারি করে জানিয়েছে, ৩০ অক্টোবর ২০২৫-এর পর যেসব অভিবাসী নবায়নের আবেদন করবেন, তারা আর স্বয়ংক্রিয় সুবিধা পাবেন না। তবে তার আগে স্বয়ংক্রিয়ভাবে নবায়িত ইএডি এই নিয়মের আওতায় পড়বে না।

ডিএইচএস জানিয়েছে, নতুন নিয়মের লক্ষ্য জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, তাই অভিবাসীদের আরও কঠোর যাচাই-বাছাই করা হবে। প্রশাসনের ভাষ্য, এটি “জননিরাপত্তা রক্ষায় সাধারণ জ্ঞানসম্মত পদক্ষেপ।”

এটি কার্যত বাতিল করে দিয়েছে বাইডেন প্রশাসনের সেই নিয়ম, যার অধীনে ইএডি মেয়াদ শেষ হলেও আবেদনকারী ৫৪০ দিন পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারতেন। নতুন নির্দেশে এখন ইএডি নবায়ন সম্পূর্ণভাবে যাচাই-বাছাই ভিত্তিক হবে।

তবে কিছু ব্যতিক্রম থাকবে, যেমন আইনের মাধ্যমে নির্ধারিত বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) সংক্রান্ত বিশেষ নবায়ন।

ইউএসসিআইএস-এর পরিচালক জোসেফ এডলো বলেছেন, “যুক্তরাষ্ট্রে কাজ করা কোনো অধিকার নয়, এটি বিশেষ সুযোগ। যথাযথ যাচাই-বাছাই ছাড়া কর্মসংস্থান অনুমতি দেওয়া নিরাপদ নয়।”

উএসসিআইএস অভিবাসীদের পরামর্শ দিয়েছে, ইএডি নবায়নের আবেদন তাদের মেয়াদ শেষ হওয়ার অন্তত ১৮০ দিন আগে জমা দিতে, যাতে কোনো বিরতি না ঘটে।

ইএডি কী

ইএডি বা ফরম আই-৭৬৬ হলো যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট সময়ের জন্য কাজ করার অনুমতির প্রমাণপত্র। স্থায়ী বাসিন্দাদের (গ্রিন কার্ডধারী) জন্য এটি প্রযোজ্য নয়।

এইচ-১বি, এল-১বি, ও বা পি ভিসাধারীদেরও আলাদা ইএডি দরকার নেই।

এর আগে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে এইচ-১বি ভিসার ফি এক লাখ ডলার নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের যুক্তি, এতে “শুধু অত্যন্ত দক্ষ বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে আসবেন” এবং স্থানীয় শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট