যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের কাজের অনুমতি নবায়নে বড় পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী হাজার হাজার অভিবাসী কর্মী এখন স্বয়ংক্রিয়ভাবে ইএডি নবায়ন সুবিধা পাবেন না।
দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) বুধবার (২৯ অক্টোবর) এক অন্তর্বর্তীকালীন নিয়ম জারি করে জানিয়েছে, ৩০ অক্টোবর ২০২৫-এর পর যেসব অভিবাসী নবায়নের আবেদন করবেন, তারা আর স্বয়ংক্রিয় সুবিধা পাবেন না। তবে তার আগে স্বয়ংক্রিয়ভাবে নবায়িত ইএডি এই নিয়মের আওতায় পড়বে না।
ডিএইচএস জানিয়েছে, নতুন নিয়মের লক্ষ্য জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, তাই অভিবাসীদের আরও কঠোর যাচাই-বাছাই করা হবে। প্রশাসনের ভাষ্য, এটি “জননিরাপত্তা রক্ষায় সাধারণ জ্ঞানসম্মত পদক্ষেপ।”
এটি কার্যত বাতিল করে দিয়েছে বাইডেন প্রশাসনের সেই নিয়ম, যার অধীনে ইএডি মেয়াদ শেষ হলেও আবেদনকারী ৫৪০ দিন পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারতেন। নতুন নির্দেশে এখন ইএডি নবায়ন সম্পূর্ণভাবে যাচাই-বাছাই ভিত্তিক হবে।
তবে কিছু ব্যতিক্রম থাকবে, যেমন আইনের মাধ্যমে নির্ধারিত বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) সংক্রান্ত বিশেষ নবায়ন।
ইউএসসিআইএস-এর পরিচালক জোসেফ এডলো বলেছেন, “যুক্তরাষ্ট্রে কাজ করা কোনো অধিকার নয়, এটি বিশেষ সুযোগ। যথাযথ যাচাই-বাছাই ছাড়া কর্মসংস্থান অনুমতি দেওয়া নিরাপদ নয়।”
ই
উএসসিআইএস অভিবাসীদের পরামর্শ দিয়েছে, ইএডি নবায়নের আবেদন তাদের মেয়াদ শেষ হওয়ার অন্তত ১৮০ দিন আগে জমা দিতে, যাতে কোনো বিরতি না ঘটে।
ইএডি কী
ইএডি বা ফরম আই-৭৬৬ হলো যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট সময়ের জন্য কাজ করার অনুমতির প্রমাণপত্র। স্থায়ী বাসিন্দাদের (গ্রিন কার্ডধারী) জন্য এটি প্রযোজ্য নয়।
এইচ-১বি, এল-১বি, ও বা পি ভিসাধারীদেরও আলাদা ইএডি দরকার নেই।
এর আগে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে এইচ-১বি ভিসার ফি এক লাখ ডলার নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের যুক্তি, এতে “শুধু অত্যন্ত দক্ষ বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে আসবেন” এবং স্থানীয় শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হবে না।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড