1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুর নতুন বাসষ্ট্যান্ড থেকে ডাম ট্রাক রাতে অন্ধকারে চুরি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য পদ পেলেন রাজাপুরের সন্তান শহিদুল ইসলাম বগুড়ায় যৌথ বাহিনীর ‘ক্র্যাকডাউন’: ইয়াবা–হেরোইনসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, তিনজন দণ্ডিত আলোর পথিক ফাউন্ডেশনের সৌজন্যে ও বেগম রোকেয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে রোকেয়া মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হাদির হত্যাকারী দেশের বাইরে চলে যাওয়ার তথ্য নেই: পুলিশ নওগাঁসহ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহ খেটে খাওয়া মানুষের চরম দুর্ভোগ, বেড়েছে শীতের তীব্রতা ডিএনসির অভিযানে চোলাইমদ ও ওয়াশ উদ্ধার, যুবক আটক চুয়াডাঙ্গা জেলায় মাথাভাঙ্গা নদীর চিত্র

বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মেলিসা’, প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আভাস

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন ‘মেলিসা’ ভয়ঙ্কর বেগে ধেয়ে যাচ্ছে ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে। ইতোমধ্যেই দ্বীপটিতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)-এর তথ্য অনুযায়ী, ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার (১৭৫ মাইল) বেগে বয়ে যাওয়া মেলিসা বর্তমানে ক্যাটাগরি–৫ স্তরের ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যা “বিধ্বংসী ও প্রাণঘাতী” বলে সতর্ক করেছে মার্কিন আবহাওয়া বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালেই এটি জ্যামাইকায় স্থলভাগে আঘাত হানবে।

বিবিসি ও সিবিএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, মেলিসা এখন জ্যামাইকার রাজধানী কিংস্টন থেকে প্রায় ২৩৩ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছে এবং ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার বেগে পশ্চিম–উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঝড়টির কেন্দ্র অতিক্রমের সময় ভয়াবহ বন্যা, ভূমিধস ও জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।

ইতোমধ্যেই জ্যামাইকার পাশাপাশি পার্শ্ববর্তী হাইতি ও ডোমিনিকান রিপাবলিকেও অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ঝড়টির গতি ধীর হওয়ায় এটি দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে, যা মারাত্মক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে।

জ্যামাইকার শিক্ষা মন্ত্রী ডানা মরিস ডিকসন স্থানীয় গণমাধ্যমকে জানান, “এমন শক্তিশালী ঝড় আমরা আগে কখনো দেখিনি। পুরো অক্টোবরজুড়ে বৃষ্টি হয়েছে, ফলে মাটি এখন ভেজা ও দুর্বল। এর ওপর মেলিসার ভারী বৃষ্টি যুক্ত হলে ভয়াবহ দুর্যোগ দেখা দিতে পারে।” তিনি আরও জানান, দেশজুড়ে ৮৮১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সেখানে বিনামূল্যে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

এনএইচসি পরিচালক মাইকেল ব্রেনান বলেছেন, “মঙ্গলবার পর্যন্ত তীব্র বাতাস, প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ঝড়ের সময় কেউ যেন বাইরে না যায়—এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট