আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
১৪ অক্টোবর রংপুর জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৫ সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার ১১টায় পুলিশ কমিউনিটি সেন্টার, তিলোত্তমা, রংপুরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রংপুর জেলা বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু, বদরগন্জ উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর পরিতোষ চক্রবর্তী, ফজলুল হক বাদল ও সাজেদুর রহমান রানা প্রমুখ। নেতৃবৃন্দ মতবিনিময় সভা শেষে সম্মেলন ও কাউন্সিলের স্থান রংপুর কালেক্টরেট মাঠ পরিদর্শন করেন।