মোয়াজ্জেম সরকার রুবেল,দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে ইউনিয়নের ওয়ার্ড সভাপতি রাসেল মন্ডল নামে এক বিএনপি কর্মীকে পিকআপ ভ্যান ক্রয়-বিক্রয় সংক্রান্ত আর্থিক লেনদেনে ছিনতাইয়ের অভিযোগে বীরগঞ্জ থানা পুলিশ আটক করেছে।
গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের আরাজি মিলনপুর বাজার এলাকা থেকে ১নং শিবরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সভাপতি রাসেল মন্ডলকে আটক করে পুলিশ।
জানা গেছে, সম্প্রতি পিকআপ ভ্যান ক্রয়-বিক্রয় সংক্রান্ত আর্থিক লেনদেনে ছিনতাইয়ের অভিযোগ ওঠে রাসেল মন্ডলের বিরুদ্ধে। সে বিএনপির একজন ওয়ার্ড সভাপতি ও তার নামে একাধিক মামলা রয়েছে। আটক রাসেল কে মিলন বাজারে অবস্থিত বিএনপি অফিস থেকে তাকে হাতেনাতে ধরে পুলিশ। পুলিশের সাথে ধস্তা ধস্তি সহ গালিগালাজ ক্ষমতার দাপট দেখানো সহ আরও অশ্লীল ভাষা ব্যবহার করে। পরবর্তীতে পুলিশ হ্যান্ডকাপ লাগিয়ে পিকআপ ভ্যানে করে থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপ বিক্রির কথা বলে আর্থিক লেনদেনের এক পর্যায়ে সমস্যার সৃষ্টি হয়, যা নিয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর (ওসি) মুঠোফোনে জানান, রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।