আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
“শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য”—এ স্লোগানকে সামনে রেখে আজ শনিবার সকাল ১০টায় মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে রিক্সা-ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মাওলানা এনামুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. বেলাল আবেদীন ও মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমীর মো. আসাদুজ্জামান শিমুল।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি আব্দুজ জাহের নোমান।
বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এখন সময়ের দাবি।
আয়োজনে ছিল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মিঠাপুকুর উপজেলা শাখা।