
বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বেগমপুর ও নয়াপাড়া মধ্য এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বৈঠকে সভাপতিত্ব করেন,,, ভাওয়ালগড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির, ইন্জিনিয়ার সিদ্দিকুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন আফসার উদ্দিন (আফসু) এবং সঞ্চালনায় ছিলেন একেএম আব্দুর রহমান, সভাপতি ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মো. জাহাঙ্গীর আলম।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিজ, ৪নং ওয়ার্ড সভাপতি শরিফুল হাসান, ৬নং ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ ও পল্লী চিকিৎসক মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন,,, আমাদের সমাজের অবস্থা খুবই খারাপ মাদকে ছেয়ে গেছে পুরো সমাজ বিগত সময় এই মাদকের একটা ভাগ যতো স্বৈরাচার সরকারের এমপি মন্ত্রীদের পকেটে, যার কারণে প্রশাসন এই মাদক নির্মূল করতে পারে নাই। এবং গাজীপুর ৩ আসন একটি শিল্প এলাকা তাই চাঁদাবাজি বেশি, রাস্তাঘাট- নারীর অধিকার ও নিরাপত্তা নিয়ে মানুষ এখনো সংকিত, বাংলাদেশ জামায়েতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করা হবে নারীদের অধিকার নিশ্চিত করা হবে।
বক্তারা সমাজে শান্তি, ঐক্য এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলে মিলে নৈতিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
Like this:
Like Loading...
Related