দিনাজপুর প্রতিনিধি:
গত ২৩ শে জুন (২০২৫) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর এলাকায় হক্বের দাওয়াত সিদ্দিকীয়া সুন্নাতী হাফিজিয়া মাদ্রাসায় অবৈধ চাঁদাবাজি ও নামফলক ভাঙচুরের অভিযোগে দুইজন হামলাকারীকে আটক করেছে এলাকাবাসীরা। জানা যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মানাধীন মাদ্রাসায় কয়েকদিন থেকেই কাজ বন্ধ করে জোরপূর্বক ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে উক্ত ইউনিয়নের জুলহাস আলীর পুত্র তথাকথিত মাদক ব্যবসায়ী খোকন নামে এক যুবক। পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাদ্রাসার সাইনবোর্ড ও নির্মাণাধীন মাদ্রাসায় ভাঙচুর চালায়। পুরো বিষয়টি তৎক্ষণাৎ গ্রামে ছড়িয়ে পড়লে সকলে মিলে তাদের প্রতিহত করতে সক্ষম হয় পরবর্তীতে আটকৃত ব্যক্তিদের শতগ্রাম ইউনিয়ন পরিষদে সোপর্দ করা হয়।
এলাকাবাসীরা জানান হামলার পূর্ববর্তী মুহূর্তে খোকন আলী নামে তার ফেসবুক আইডিতে বিভিন্নজনকে হত্যার হুমকি প্রদান করেন। এ বিষয়ে বীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষগন।