
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
গত বছর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে নীলফামারীর জলঢাকায় র্যালি ও আনন্দ মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌরসভার বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, এনসিপি (নাগরিক পার্টি) ও গণ ও যুবআধিকার পরিষদের উদ্যোগে মঙ্গলবার সকালে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে র্যালি ও আনন্দ মিছিল এসে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জিরো পয়েন্ট মোড়, শহীদ আবু সাঈদ চত্বর ও চল ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। র্যালি ও আনন্দ মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত বছরের এই দিনে খুনি ফ্যাসিস্ট সরকারের গতন হয়েছে। স্বৈরাচার খুনি হাসিনা জনরোশের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা তাদেরকে স্মরণ করছি। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামন করছি ও যারা এখনো আহত হয়েছেন তাদেরকে উন্নত মানের চিকিৎসা করার জন্য সরকারের নিকট অনুরোধ করছি। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related