সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে রায়গঞ্জে বসত ঘর আগুনে পুড়ে যাওয়া মানুষের মাঝে নগদ অর্থ প্রদান ও দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে । লিফলেট বিতরণ করেন , রায়গঞ্জ-তাড়াশ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী । পাকিস্তান পার্লামেন্টের সদস্য , আফজালুল হক মনি তালুকদারের , সুযোগ্য কন্যা বিশিষ্ট শিল্পপতি সমাজ ও সেবক নারী উদ্যোক্তা রুহী আফজাল ।
রবিবার (৬ জুলাই ) বিকেল ৫ টার দিকে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বসত ঘর আগুনে যায় ঐ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন। পরে ধামাইনগর ইউনিয়ের ফিরতলা বাজারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেন। বিশিষ্ট শিল্পপতি নারী উদ্যোক্তা রুহী আফজাল । এ সময় উপস্থিত ছিলেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজিমুদ্দিন কাজী ,ছাত্র নেতা মবিল চন্দ্র মাহাতো , আব্দুল মালেক, আবু সাঈদ , বাবুল শেখ, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার দুলাল , ধুবিল ইউনিয়নের কৃতি সন্তান জাহাঙ্গীর তালুকদার , ধামাইনগর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মি উপস্থিত ছিলেন । সাংবাদিকদের প্রশ্নের জবাবে, জনাবা রুহী আফজাল বলেন , কে নমিনেশন পাবে আর কে পাবে না সেটা আমরা জানিনা, এটা তারেক রহমানের সিদ্ধান্ত আমি কিছু নিতে আসিনি দিতে এসেছি , আমি যদি নমিনেশন পাই তাহলে জনগণকে সাথে নিয়ে কাজ করবো নমিনেশন না পেলেও বিএনপি’র পাশে থাকবো ইনশাল্লাহ ।