1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পুরোহিত ও সেবাইতদের সাতক্ষীরায় ৯ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন শিক্ষার্থীর জন্য ৫ জন শিক্ষক প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলকুঁড়ি বিজ্ঞানচক্র বান্দরবানের বিজ্ঞানমেলা অনুষ্ঠিত মাদক সেবনকারী এবং মানব পাচারকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন মতবিনিময় সভায় অনুজা নওগাঁয় প্রেমের বিয়ের পর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত পার্বতীপুরে ভ্রাম্যমান আদালতে ২ মাদক সেবীর সাজা গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল, নিহত-৩৫ পিটার হাসের কোম্পানি’ থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

ঝিনাইদহে হচ্ছে মিষ্টি আঙুর

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

তাওহিদুল ইসলাম,শৈলকুপা প্রতিনিধি:
সুস্বাদু ও মিষ্টি আঙুর বাংলাদেশেও চাষ করে যে সফলতা পাওয়া যায় তারই প্রমাণ দিয়েছেন ঝিনাইদহ সদরের প্রান্তিক কৃষক আরিফুল ইসলাম। আঙুরগাছ লাগিয়ে ফলনও ভালো পেয়েছেন তিনি। সুস্বাদু আর ফলন ভালো হওয়ায় আবাদে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অন্যান্য কৃষকরাও। কৃষি বিভাগ বলছে, আঙুর আবাদে দেওয়া হচ্ছে নানা সহযোগিতা। সেইসঙ্গে উৎসাহিত করা হচ্ছে অন্যদেরও। সরেজমিন দেখা যায়, বাঁশের মাচায় ঝুলছে থোকা থোকা রসালো আঙুর। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা সুস্বাদু এই রসালো আঙুর ফলের পরিচর্যায় ব্যস্ত কৃষক। ঝিনাইদহের সদর উপজেলার বেতাইদুর্গাপুর গ্রামের কৃষক আরিফুলের ড্রাগন বাগানে গেলে দেখা মিলবে এই মিষ্টি আঙ্গুর চাষের দৃশ্য। ২০২৩ সালে পরীক্ষামূলক ১০টি জাতের চারা রোপণ করে সফল হন কৃষক আরিফুল।

সফলতা পেয়ে ২০২৪ সালে বাণিজ্যিকভাবে ১৭শতক জমিতে আঙুর চাষ শুরু করেন। অনলাইনের মাধ্যমে ভারত ও চীন থেকে চারা সংগ্রহ করে প্রায় ১০০ গাছ লাগিয়েছেন। তার বাগানে একুলো,বাইকুনুর, ব্লাক ম্যাজিক, ভেলেজ ও সিলভাসহ কয়েক জাতের আঙুরগাছ রয়েছে। চারা রোপণের ৮ মাসের মধ্যে পেয়েছেন ফলন।

দৃষ্টিনন্দন আর সুস্বাদু হওয়ায় প্রতিনিয়ত আঙুর বাগান দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। তার এই সফলতা দেখে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অনেক কৃষক। কৃষক ও দর্শনার্থীরা জানান, দেশে মিষ্টি আঙুর উৎপাদন হলে বাইরের দেশ থেকে আঙুর আনা লাগবে না। দেশে উৎপাদিত আঙুর দেশের চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করে লাভবান হওয়া যাবে।

আঙুর চাষি আরিফুল ইসলাম জানান, কৃষি অফিসের পাশাপাশি সরকারি সহযোগিতা পেলে দেশেই আঙুর চাষ করে চাহিদা মেটানো সম্ভব। চলতি মৌসুমে প্রতি গাছে ১০ থেকে ১৫ কেজি হারে ফলন পাওয়ার আশা করছেন তিনি। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক যস্টি চন্দ্র রায় জানান, আঙুর উৎপাদনে পরামর্শসহ করা হচ্ছে নানা সহযোগিতা। সেইসঙ্গে উৎসাহিত করা হচ্ছে অন্য কৃষকদেরও। বাইরের দেশ থেকে আঙুর আমদানিতে যে খরচ তার থেকে কম খরচে দেশেই মিষ্টি আঙুর উৎপাদন করা সম্ভব বলে কৃষিবিদরা মনে করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট