আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদক:
২০২৪- ২৫ অর্থ বছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা ৮ মে /২৫ বৃহস্পতিবার বিকালে মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর শান্তিপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, রংপুর খামারবাড়ী অতিরিক্ত উপ-পরিচালক হাবিবুর রহমান। তিনি বলেন, কাঁচা মরিচ কাঁচা খাইদেহ গঠনে পুষ্টি পাই। তিনি আরও বলেন, গরীবের ভিটামিন সি কাঁচা মরিচ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিঠাপুকির উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল আবেদীন। তিনি বলেন, কাঁচা মরিচের চাষ করি সবাই মিলে ঐক্য গড়ি।
মিঠাপুকুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত খয়েরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মিঠাপুকুর প্রেস ক্লাব সভাপতি সেখ সাদী সরকার,উপসহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম ও কৃষক আইয়ুব আলী প্রমুখ